জকসুতে কারা জয়ী, কত ভোট পেলেন
জকসু ও হল সংসদ নির্বাচনেও বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস), আটটি সম্পাদক ও পাঁচটি সদস্যপদসহ শিক্ষার্থী সংসদের ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে এই প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল চারটি পদে জয় পেয়েছে। তিনটি সম্পাদক পদ ও একটি সদস্য পদ পেয়েছে এই প্যানেল।