জনগণই ভোট পাহারা দেবে: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। জনগণই ভোট পাহারা দেবে, এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ। একশনএইড বাংলাদেশ ও প্রথম আলোর গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দায়িত্ব পেলে ৩১ দফায় কমিশন গঠনের বিষয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো পুনরায় গঠন করা হবে।