ফ্রান্স থেকে উড়োজাহাজ-স্যাটেলাইট কেনার আসল লক্ষ্য কমিশন: মির্জা ফখরুল

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রচারপত্র বিতরণ করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: তানভীর আহাম্মেদ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ অর্থনৈতিক সংকটের এই সময়ে ফ্রান্স থেকে উড়োজাহাজ ও স্যাটেলাইট কেনার বিষয়ে সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এগুলো কেনার আসল লক্ষ্য কমিশন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য ঢাকা মহানগরীতে তিন দিনের প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে মির্জা ফখরুল এ কথা বলেন।

ফরাসি প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পর একই প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট নিতে যাচ্ছে বাংলাদেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ এমন সিদ্ধান্তের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে মাখোঁ এই মন্তব্য করেন।

আজ প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে মির্জা ফখরুল বলেন, এই সরকার সম্পূর্ণ ব্যর্থ। ঢাকার দুই সিটি করপোরেশনে দুজন মেয়র আছেন। তাঁরা জোর করে মেয়র নির্বাচিত হয়েছেন।

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, এডিস মশা নিধনের নামে যে ওষুধ কিনে আনা হয়, সেখানেও চুরি করা হয়। সবকিছুর মূলে চুরি।

মির্জা ফখরুল বলেন, ‘এই যে দেখেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এসেছেন। ভালো কথা, আমাদের অনেক বড় মেহমান। সেই মেহমানকে অনেক নাচ–গান দিয়ে স্বাগত জানিয়েছেন তাঁকে সংবর্ধনা জানিয়েছেন। দেশের মানুষ করুণ অবস্থার মধ্যে আছে। তারা ঠিকমতো খেতে না পারছে না। ফ্রান্স থেকে ১০টা এয়ারবাস কেনা হবে। আসল লক্ষ্য, এই এয়ারবাসে ফিডব্যাক পাওয়া যায়।’

ফিডব্যাক মানে বোঝেন—এমন প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, ‘ফিডব্যাক মানে হচ্ছে কমিশন। বোয়িংয়ে কমিশন পাওয়া যায় না। যে কারণে এখন ১০টা এয়ারবাস কেনা হচ্ছে। আর স্যাটেলাইট-২ কেনা হবে। স্যাটেলাইট তৈরি করা হবে। অথচ মানুষকে খেতে দিতে পারে না।’

আরও পড়ুন

মির্জা ফখরুল বলেন, একদিকে ডেঙ্গু তাড়াতে জনগণকে সচেতন করতে হবে, অন্যদিকে সর্বশক্তি নিয়োগ করে এই সরকারকে সরাতে হবে।

প্রচারপত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী হওয়া তাবিথ আউয়াল, দক্ষিণের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন, সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মীর সরাফত আলী প্রমুখ। পরে নয়াপল্টন এলাকায় প্রচারপত্র বিলি করেন বিএনপির নেতারা। অন্যদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শাহবাগ এলাকায় প্রচারপত্র বিলি করা হয়।