সড়কে লাঠি হাতে সরব আ.লীগের লোকজন

বিএনপির ডাকা সমাবেশে কর্মী সমাগম ঠেকাতে যান চলাচল বন্ধের পর সড়কে সরব হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের লোকজন। কোথাও লাঠি হাতে, কোথাও মিছিল নিয়ে সড়কে অবস্থান করছেন তাঁরা। এ সময় গাড়ি তল্লাশি, গাড়ির চালককে মারধরসহ যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ পাওয়া গেছে।

আজ শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে ত্রিশাল বাজার পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্ট সরেজমিন এ চিত্র পাওয়া গেছে। যাঁরা ছিলেন, তাঁরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ–সহযোগী সংগঠনের লোকজন।

বেলা ১১টার দিকে মহাসড়কের ত্রিশাল বাজারের সামনে ২০০ নেতা-কর্মীর জটলা ছিল। তাঁদের কারও হাতে লাঠি, কেউবা দাঁড়িয়ে আছেন কাঠের টুকরা নিয়ে। তাঁরা অবস্থান করছেন সড়কের ঠিক মাঝখানে। এর মধ্যে কোনো ট্রাক, পিকআপ বা ছোটখাটো যাত্রীবাহী বাস আসতে দেখলেই পথ আটকে ধরছেন তাঁরা। যানগুলো তল্লাশি করে তাঁরা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন।

দেখা যায়, কোনো যানবাহন তাঁদের সামনে এলেই বিএনপিবিরোধী স্লোগান আর মিছিল নিয়ে ওই যানবাহনকে ঘিরে ধরছেন তাঁরা। এ সময় বিএনপির কোনো কর্মী বা নেতা সমাবেশে যাচ্ছেন কি না, দেখতে পুরো গাড়ি তল্লাশি করছেন। কোনো যাত্রী প্রতিবাদ করতে গেলে তাঁদের সঙ্গে খারাপ আচরণ করে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হচ্ছে।

ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে কথা হয় ট্রাকচালক মো. রুনুজ্জামানের সঙ্গে। তিনি তাঁর গাড়ি ছেড়ে দিতে অনেক অনুরোধ করছিলেন, কিন্তু তাতে কাজ হয়নি। একপর্যায়ে তিনি গাড়ি টান দিতে গেলে নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন। তিনি বলেন, ‘আইজক্যা যে কইরাই হোক ডিমের ট্রিপ নিয়া ঢাকা যাওন লাগব। আমি অনেকবার কইলাম আমার গাড়িটা ছাড়তে। কিন্তু তাঁরা তা করে নাই। একপর্যায়ে আমি একটু জোরে গাড়ি টান দিতে গেলে আমাকে সমানে থাপরাইতে থাকে। কী করুম! গরিব মানুষ। এক দিন কাজ বন্ধ থাকলে টানাটানি লাইগ্যা যায়।’

সাংবাদিক পরিচয় দিয়ে এই প্রতিবেদক সড়কে সরব আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলতে চান। তাঁরা কেউ কথা না বলে এড়িয়ে যাচ্ছিলেন। একজন নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সড়কে অবস্থান করা নেতা-কর্মীরা সবাই ত্রিশাল থানা আওয়ামী লীগের। দলীয় নির্দেশনা মোতাবেক তাঁরা বিএনপির সমাবেশে জনসমাগম ঠেকাতে সড়কে অবস্থান করছেন। যেকোনো মূল্যে বিএনপিকে ঠেকানোই তাঁদের কাজ।

একইভাবে ভালুকা ও গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন অংশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মিছিল নিয়ে সড়কে অবস্থান করতে দেখা যায়।

সড়কে এভাবে লাঠিসোঁটা নিয়ে অবস্থানের বিষয়ে জানতে চাইলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সড়কে এমন কোনো ঘটনা নেই। আমি একটু আগেও ঘুরে আসছি। কাউকে দেখিনি।’