ছাত্রলীগের ‘পুনর্বাসনকারী’ মন্তব্যের নিন্দা গণতান্ত্রিক ছাত্রসংসদের

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের লোগো

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদকে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ‘পুনর্বাসনকারী’ অভিযোগ করে ছাত্রদলের সভাপতির মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সংগঠনটি। শুক্রবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ২৬ জুন গণতান্ত্রিক ছাত্রসংসদকে জড়িয়ে অসত্য ‘বক্তব্য’ দেন।  গণতান্ত্রিক ছাত্রসংসদকে তিনি ছাত্রলীগের ‘পুনর্বাসনকারী’ বলেছেন, যা ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত, অসত্য, কল্পিত ও বালখিল্য’ মন্তব্য।

সংগঠনটির মুখপাত্র আশরেফা খাতুনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতান্ত্রিক ছাত্রসংসদ এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জুলাই গণ-অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া ছাত্রসংগঠন, যা নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতিতে প্রথম থেকেই অটল। তাই এ ধরনের বক্তব্যকে আমরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বিশ্বাস করে ছাত্রদলসহ ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠন, যারা এই দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের মধ্যে ফ্যাসিবাদ পুনর্বাসন প্রশ্নে কোনো প্রকার বিভাজন কাম্য নয়, বরং এ ধরনের কল্পিত বক্তব্য ভবিষ্যৎ রাজনীতিতে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে প্রতিবন্ধকতা তৈরি করবে।

ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠনগুলোকে প্রতিহিংসা ও মিথ্যার রাজনীতি থেকে সরে গিয়ে গঠনমূলক রাজনীতিতে নিজেদের শ্রম ও বাক্য ব্যয় করার আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ।