তফসিল ঘোষণা না করার আহ্বান পাঁচটি ইসলামি দলের মোর্চার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা ইসলামি দলগুলো বৈঠক করে। পুরানা পল্টন, ঢাকা, ১০ নভেম্বর
ছবি: সংগৃহীত

‘দেশের স্বার্থে’ নির্বাচন কমিশনকে (ইসি) তফসিল ঘোষণা না করার আহ্বান জানিয়েছে পাঁচ দলীয় রাজনৈতিক মোর্চা ‘সমমনা ইসলামি দলসমূহ’। তারা বলেছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি উপেক্ষা ও অবজ্ঞা করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।

গতকাল বৃহস্পতিবার রাতে পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা ইসলামি দলসমূহের বৈঠকে এই অভিমত জানানো হয়। শুক্রবার বিকেলে বিবৃতি দিয়ে এই অভিমত গণমাধ্যমকে জানানো হয়। পাঁচ–দলীয় রাজনৈতিক মোর্চার শরিক দলগুলো হলো বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, মুসলিম লীগ (বদরুদ্দোজা আহমেদ-কাজী আবুল খায়ের) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন। এর মধ্যে মুসলিম লীগ ছাড়া বাকি চারটি দল নির্বাচন কমিশনে নিবন্ধিত।

বিবৃতিতে সমমনা ইসলামি দলসমূহের নেতারা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, অনিশ্চিত গন্তব্যের দিকেই অগ্রসর হচ্ছে দেশ। এতে জনগণ উদ্বিগ্ন। এমতাবস্থায় নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি উপেক্ষা করে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। এই মুহূর্তে সরকারকে এ রকম ঝুঁকি না নেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা।

বিবৃতিতে নেতারা আরও বলেন, সংকট সমাধান না করে একতরফা নির্বাচনের আয়োজন করা হলে, তা অদূর ভবিষ্যতে অপরিণামদর্শী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়ে থাকবে। সরকারের উচিত আলোচনার পরিবেশ সৃষ্টি করে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। নেতারা নির্বাচন কমিশনকে দেশের স্বার্থে তফসিল ঘোষণা না করার আহ্বান জানান। একই সঙ্গে কারাবন্দী মাওলানা মামুনুল হক ও মুনির হোসাইন কাসেমীসহ সব আলেম ও রাজবন্দীদের দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের সভাপতিত্বে বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদীসহ পাঁচটি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব জালালুদ্দীন আহমদ।