ঢাকায় সমাবেশের আগের রাতে অন্তত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, অভিযোগ বিএনপি

ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে সংবাদ সম্মেলন করে নেতা–কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী
ছবি: প্রথম আলো

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ঢাকায় তাঁদের সমাবেশের আগের রাতের কয়েক ঘণ্টাতেই অন্তত ১৬ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গতকাল সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সময়েই ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এরপরও পুলিশ গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, বিএনপির জনসমাবেশ নস্যাৎ করতে দলের নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রেই কাজ হবে না। সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বুধবারের (আজ) জনসমাবেশ সফল হবে।

বিএনপি নেতা রিজভীর সংবাদ সম্মেলনের আগে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদারকে গুলশানের বাসভবন থেকে, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদকে মিরপুরের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এবং যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি গোলাম রাব্বানী সোহেলকে নয়াপল্টন থেকে আটক করেছে পুলিশ।

এই তিন নেতা বাদেও গ্রেপ্তার কয়েকজন নেতা–কর্মীর নাম সংবাদ সম্মেলনে উল্লেখ করেন রিজভী। তাঁরা হলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুল আলম, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেওয়াজ চৌধুরী, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের তোফাজ্জল হোসেন, কালিয়াকৈর স্বেচ্ছাসেবক দলের সরকার তুহীন, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেলিমসহ পাঁচজন। রাজশাহী জেলা ছাত্রদলের সদস্যসচিব আল-আমীন, পবা উপজেলা কৃষক দলের নেতা মো. রবিউল ইসলাম, দিনাজপুর জেলা ছাত্রদলের সভাপতি রেজা, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।