যত কঠিন কর্মসূচি আসুক, মাঠে থাকতে হবে: গয়েশ্বর

পিরোজপুর জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়
ছবি: প্রথম আলো

আগামী এক মাস নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, যখন যে ঘোষণা আসবে বা ডাক আসবে, সেই ডাকে সাড়া দিয়ে মাঠে থাকতে হবে। যত কঠিন বা নিষ্ঠুর কর্মসূচি আসুক, তা সফল করার জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মালিবাগের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও ব্যবসায়ী মাহমুদ হোসেনের বিএনপিতে যোগদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে পিরোজপুর জেলা শাখা বিএনপি।

জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাই মাহমুদ হোসেন। আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য। এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী নেই। তাই আনোয়ার হোসেন মঞ্জুর চাচাতো ভাইকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করাতে চায় জেলা বিএনপি। অনুষ্ঠানে আসা কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে আলোচনা করে এমন আভাস পাওয়া গেছে।

গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথেই দ্রুত ফয়সালা করতে চান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা বিষয়টা ফয়সালা করতে চাই তাড়াতাড়ি। তাই এখন থেকে আগামী একটি মাস আপনারা প্রস্তুত থাকবেন। যখন যে ঘোষণা আসবে, ডাক আসবে, সেই ডাকে সাড়া দিয়ে মাঠে থাকবেন। যত কঠিন নিষ্ঠুর কর্মসূচি আসুক, তা সফল করার জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে। আমাকে বলেননি সেই অজুহাত শুনতে রাজি নই। আমার কমিটি নেই, সেই অজুহাত শুনতে রাজি নই। কমিটির মধ্যে দ্বন্দ্ব আছে, সেটাও জানতে চাই না। সবাইকে মাঠে থাকতে হবে।’  

আন্দোলন সব জেলায় এক রকম হবে না জানিয়ে বিএনপির এই নেতা বলেন, একটা জেলার প্রতি থানায় এক রকম হবে না। যেখানে যেটা প্রযোজ্য, সেটা করতে হবে। যা দিয়ে আঘাত করলে এরা যাবে, সেটাই প্রয়োগ করতে হবে।

মাহমুদ হোসেন দুর্দিনে বিএনপিতে যোগ দিয়েছেন উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি যাঁরা করেন, তাঁদের বাদ দিয়ে তো তিনি বিএনপি করতে পারবেন না।

সবাইকে নিয়ে কাজ করতে হবে। এই দুর্দিনে উনার যোগদানে একটা বীরত্ব আছে। যদি ক্ষমতায় আসার পর যোগ দিতেন বা শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তখন যোগ দিতেন, তাহলে বোঝা যেত সুবিধাবাদী বা স্বার্থের নেশায় এসেছেন।

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়ে মাহমুদ হোসেন বলেন, জনগণের কল্যাণ সাধনে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তিনি কাজ করে যাচ্ছেন। এখন আনুষ্ঠানিকভাবে বিএনপির কর্মী হিসেবে নিজেকে সম্পৃক্ত করলেন। বিএনপিকে শক্তিশালী করতে নিজের সর্বোচ্চটুকু করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন।