আজ ভিড় কিছুটা কম, দুই ঘণ্টায় দেড় শ ফরম বিক্রি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ছবি: আশরাফুল আলম

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ের জন্য দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টায় দেড় শ ফরম বিক্রি করেছে দলটি।

গতকাল মঙ্গলবারের মতো আজও সর্বোচ্চ ফরম বিক্রি হচ্ছে ঢাকা বিভাগে। আজ ২ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৮টি ফরম বিক্রি হয়েছে। গতকাল দিনভর এই বিভাগে ২৭৫টি ফরম বিক্রি হয়েছিল।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টায় দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরুর পরপরই মনোনয়নপ্রত্যাশীরা ফরম কেনা শুরু করেন। ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা ও তৃতীয় তলায় ফরম বিক্রি করা হচ্ছে। সেখানে মনোনয়নপ্রত্যাশীদের ভিড় লেগেই আছে।

কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হচ্ছে।

দলীয় মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে গতকাল ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। এবার ফরমের মূল্য ৫০ হাজার টাকা।

সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। সংসদের ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য তাঁদের পক্ষ থেকে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচনের ক্ষমতা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছেন। এর ফলে আওয়ামী লীগ তাদের দলের ও স্বতন্ত্রদের মিলে ৪৮ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য দিতে পারবে।

বাকি দুটি আসনে নারী সংসদ সদস্য দিতে পারবে জাতীয় পার্টি (জাপা)।