ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মাহিদুল কারাগারে

কারাগারপ্রতীকী ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মাহিদুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন।

বগুড়া আদালতের আদালত পরিদর্শক মোসাদ্দেক হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী মাঠ এলাকা থেকে পুলিশ সাদাপোশাকে মাহিদুলকে গ্রেপ্তার করে বলে প্রথম আলোকে জানিয়েছেন তাঁর আইনজীবী ইলতুৎমিশ সওদাগর।

ইলতুৎমিশ সওদাগর বলেন, খোঁজ নিয়ে তাঁরা জানতে পারেন, ধানমন্ডি থানায় ২০১৩ সালে দায়ের করা পুরোনো একটি মামলায় মাহিদুল হাসানের দুই বছর সাজা হয়। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাজা পরোয়ানামূলে মাহিদুলকে ঢাকা থেকে গ্রেপ্তার করে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এদিকে সাদাপোশাকে মাহিদুলকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।