বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ফুটবল টুর্নামেন্টে আমিনুলের মিরপুর চ্যাম্পিয়ন

নরসিংদী জেলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আমিনুল হকের দল মিরপুর সোনালি অতীত। ঢাকা, ২ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের দল মিরপুর সোনালি অতীত। তারা নরসিংদী জেলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শনিবার রাতে খিলক্ষেতের নামাপাড়ার মালেক মাতাব্বর রোড কনকর্ড লেকসিটি-সংলগ্ন মাঠে ফ্লাডলাইটের আলোয় এই খেলা হয়।

প্রতিষ্ঠার ৪৫তম বার্ষিকীতে ‘জাতীয়তাবাদী ক্রীড়া দল’ এই প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। এতে ঢাকা ও নরসিংদী জেলা, খুলনা বিভাগ ও মিরপুর সোনালি অতীত নামের চারটি দল অংশ নেয়। বেলা সাড়ে তিনটায় খুলনা বিভাগকে ৫ গোলে হারায় নরসিংদী জেলা। অপর ম্যাচে ঢাকা জেলা দলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় মিরপুর সোনালি অতীত। এর আগে নির্ধারিত ৩০ মিনিটের খেলায় দল দুটি ২-২ গোলে ড্র করে। ঢাকা জেলা দলের নেতৃত্ব দেন বিএনপির নেতা তাবিথ আউয়াল।

এরপর সন্ধ্যা সাতটায় ফ্লাডলাইটে মিরপুর সোনালি অতীত ও নরসিংদী জেলার খেলা শুরু হয়। ৩০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। শেষে মিরপুর সোনালি অতীত ৪-৩ গোলে নরসিংদীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চারটি দলের খেলায় জাতীয় ফুটবল দলের সাবেক অনেক ফুটবলার অংশ নেন। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এর আগে শনিবার বেলা সাড়ে তিনটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন