কাকরাইলে জাপার সমাবেশ পণ্ড

পুলিশি বাধায় জাতীয় পার্টির নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তখন রাস্তায় পড়ে থাকে দলীয় ফেস্টুন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় সমাবেশ পণ্ড হয়ে যায়। দলটির দাবি, এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ বলছে, রাস্তা দখল করে কর্মসূচি পালন করতে নিষেধ করা সত্ত্বেও তারা মঞ্চ স্থাপন করে। অন্যদিকে, জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, পুলিশ অযাচিতভাবে সমাবেশ ভন্ডুল করেছে। পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়।