জোনায়েদ সাকির নামে মিথ্যাচার হচ্ছে: গণসংহতি আন্দোলন

জোনায়েদ সাকি
ফাইল ছবি

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে একজন পুলিশ সদস্যের নির্মমভাবে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে যুক্ত করে মিথ্যাচার ও কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান।

আজ শনিবার এক বিবৃতিতে এ অভিযোগ জানানো হয়।

আবুল হাসান বলেন, একটি চক্র জোনায়েদ সাকির নামে ইউটিউব, ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও তৈরি করে মিথ্যা বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অপপ্রচার বন্ধ করে ভিডিও ছড়ানো বন্ধের আহ্বান জানান।

সরকারের নিপীড়ন ও নির্যাতন থেকে জনগণের চোখ অন্য দিকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে আবুল হাসান বলেন, জনগণের নিয়মতান্ত্রিক আন্দোলনের ওপর সরকার ভয়াবহ নির্যাতন–নিপীড়ন করে ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়। কিন্তু জনগণের বিপক্ষে গিয়ে কারও ক্ষমতাই চিরস্থায়ী হয় না। সরকারের নিপীড়ন ও নির্যাতন থেকে জনগণের চোখ অন্যদিকে ফেরানোর চেষ্টায় এসব মিথ্যা ও বানোয়াট ভিডিও ছড়ানো হচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলবেন না।