কেউ ‘ইতিহাসের অংশ’ হয়েছেন, কেউ ‘সাহস’ দেখিয়েছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবন

ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা রাকিবুল হাসান ভোট পেয়েছেন ১টি। সেই ভোট কে দিয়েছেন, তাঁকে খুঁজে বেড়াচ্ছেন তিনি। কারণ, রাকিবুল নিজের ভোটটি অন্য এক প্রার্থীকে দিয়েছেন। শুধু রাকিবুল একা নন, ডাকসুর ভিপি পদে প্রার্থী হওয়া আরও দুজন পেয়েছেন ১টি করে ভোট। তাঁদের একজন রাকিবুলেরই বন্ধু সুজন হোসেন। তৃতীয়জন হলেন রাসেল হক। তিনি ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র।