খালেদা জিয়ার জন্য ঢাকায় জুবাইদা

জুবাইদা রহমান আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকায় এসেছেনছবি: বিএনপির মিডিয়া সেলের কাছ থেকে পাওয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান আজ সকালে ঢাকায় এসেছেন। খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা রয়েছে। কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে সেটি বিলম্বিত হয়েছে।