কী থাকছে জুলাই সনদে
আগামীকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ সই হবে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে এই সনদ তৈরি করেছে। ৩০টি রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে। এই সনদে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট ও সংস্কারের অঙ্গীকার রয়েছে।