বিএনপি আরও ৩ জনকে বহিষ্কার করল

বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় আরও তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। গতকাল শুক্রবার একই কারণে ৭৩ নেতাকে বহিষ্কার করা হয়।

আজ শনিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন করে তিনজনকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা বিএনপির সদস্য আবদুল হামিদ, শেরপুরের শ্রীবরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সভাপতি গোলাম মোস্তফা ও রাঙামাটির কাউখালী উপজেলা বিএনপির উপদেষ্টা মংসুইউ চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁদের প্রাথমিক সদস্যপদসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে চলতি মাসেই পৌরসভা ও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আটজনকে বহিষ্কার করা হয়।