কল্পনা আক্তার শঙ্কার কথা বাংলাদেশকে জানাননি: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সাংবাদিকতার অ আ ক খ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন
ছবি: পিআইডি

পোশাকশ্রমিক নেতা কল্পনা আক্তার তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা সরকারকে জানালে তাঁকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

‘পোশাকশ্রমিক কল্পনা আখতার হুমকি বোধ করে যুক্তরাষ্ট্র সরকারকে জানিয়েছেন’ এ বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নিয়ম হচ্ছে, যিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে বসবাস করেন, তিনি যদি নিরাপত্তাহীনতা বোধ করেন, তাহলে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তা বাহিনীকেই বলতে হবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও যখন নিরাপত্তাহীনতা বোধ করেছেন, তখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, পুলিশকে বলেছেন।’

আজ বুধবার দুপুরে তথ্যমন্ত্রী সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রকাশিত সাংবাদিক স্বপন কুমার কুণ্ডু রচিত ‘সাংবাদিকতার অ আ ক খ’ বইয়ের মোড়ক উন্মোচন করেন। এরপর মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।  

গত বৃহস্পতিবার শ্রম অধিকারবিষয়ক নতুন নীতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সে সময় তিনি বাংলাদেশের পোশাকশ্রমিক আন্দোলনের নেতা কল্পনা আক্তারের কথা উল্লেখ করেন। তিনি বলেন, কল্পনা জানিয়েছেন, ঢাকায় মার্কিন দূতাবাস তাঁর পক্ষে দাঁড়িয়েছে। পরামর্শকের ভূমিকা রেখেছে। আর এ জন্য তিনি (কল্পনা) এখনো বেঁচে আছেন।

তথ্যমন্ত্রী বলেন, কল্পনা আক্তার কোন জায়গায় জিডি করেছেন বা তিনি নিরাপত্তাহীনতা বোধ করছেন, সেটিও মৌখিকভাবে কাউকে বলেছেন কি না, তা তাঁর জানা নেই। হাছান মাহমুদ বলেন, ‘এখন কেউ যদি বাংলাদেশে বৃষ্টি হলে ওয়াশিংটনে ছাতা ধরে, তাহলে সে নিয়ে আমার বলার কিছু নেই।’

মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন
ছবি: পিআইডি

বিএনপি রাজনীতির সমালোচনা করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, গাড়িতে বা কোনো যাত্রীবাহী বাসে আগুন দিলে ১০ হাজার টাকা ‘পেমেন্ট’ দেওয়া হয়, আবার সেটা নিশ্চিত করার জন্য ভিডিও ধারণ করে লন্ডনে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এবং এখানের ঊর্ধ্বতন নেতাদের কাছে পাঠাতে হয়। এটি কি কোনো রাজনৈতিক দলের কাজ!

বিএনপি থেকে বেরিয়ে এসে নির্বাচন করার জন্য সরকার দলটির কোনো নেতাকে চাপ দিচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘চাপ সৃষ্টি করলে তো বিএনপির আরও অনেক নেতা চলে আসত। আমরা কাউকে চাপ দিচ্ছি না।’

বিএনপির অপরাজনীতির দায় যারা নিতে চায় না, তারা দল থেকে বেরিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে নতুন জোট করে নির্বাচন করার ঘোষণা দিচ্ছে বলে তথ্যমন্ত্রী মনে করেন।

আরও পড়ুন