এনসিপির মঞ্চ ভাঙচুর করে বিএনপিও আওয়ামী ফ্যাসিবাদের অনুসরণ করল: ইসলামী আন্দোলন
কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভার মঞ্চ ভাঙচুর করে বিএনপিও আওয়ামী ফ্যাসিবাদের অনুসরণ করল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অসহিষ্ণু হবেন না, আক্রমণাত্মক হবেন না। জুলাইয়ের পর মানুষ সহিংস রাজনীতি আর দেখতে চায় না।’
আজ শনিবার রাতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মুখপাত্র এ কথা বলেন।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটূক্তির অভিযোগে বিকেল পৌনে চারটার দিকে চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা এনসিপির পথসভা মঞ্চ ভেঙে দেন বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে।
এনসিপির মঞ্চ ভাঙচুরের নিন্দা জানিয়ে ইসলামী আন্দোলন বলেছে, জুলাই অভ্যুত্থানের এক বছর এখনো পূর্ণ হয়নি। এরই মধ্যে বিএনপির নেতা-কর্মীদের আচরণ জাতিকে আবারও আওয়ামী ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। এটা দুঃখজনক।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনীতিতে সমালোচনা থাকবেই। কিন্তু দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে বিএনপির সম্পৃক্ততা বারবার উঠে আসা সত্ত্বেও বিএনপি রাজনৈতিক সমালোচনা নিতে পারছে না। তাদের প্রধান নেতাকে তারা শেখ মুজিবুর রহমানের মতোই সমালোচনার ঊর্ধ্বে জ্ঞান করছে, যা স্পষ্টত স্বৈরতন্ত্রের দিকে যাত্রার ইঙ্গিত করে।
ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগ শেখ মুজিব ও হাসিনাকে সেক্রেড (পবিত্র) বানিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল। আর বিএনপি সালাহউদ্দিন আহমদের মতো দ্বিতীয় সারির নেতাকেও সেক্রেড বানিয়ে এনসিপির ওপর হামলা করেছে। এটা আমাদের আরও নির্মম স্বৈরতন্ত্রের আভাস দিচ্ছে।’