আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট ‘রাজনৈতিক অচলাবস্থায়’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাসদ (আম্বিয়া)। দলটি মনে করে, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ জাসদের প্রথম জাতীয় কমিটির সভায় এ–সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করা হয়। রাজধানীর শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে দলের সভাপতি শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। দলটির এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়, বাংলাদেশ জাসদ মনে করে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিবাচনকালীন সরকার গঠন ও কার্যপরিধি নিয়ে সমঝোতার কোনো সম্ভাবনা এখনো তৈরি হয়নি। ২০১৪ ও ২০১৮ সালের মতো জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার প্রয়োজনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারা ফিরিয়ে আনতে হবে।

প্রস্তাবে বলা হয়, ২০১৪ ও ২০১৮ সালের মতো জাতীয় সংসদ নির্বাচনের পুনরাবৃত্তি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার প্রয়োজনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারা ফিরিয়ে আনতে হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে ‘ক্ষমতাসীনদের হস্তক্ষেপ ও পুলিশি হামলাকে’ সভা থেকে ধিক্কার জানানো হয়। এতে বলা হয়, দেশের সর্বোচ্চ বিচারালয়ে এ ধরনের হস্তক্ষেপ ও পুলিশি পদক্ষেপ গণতন্ত্রের জন্য অশনিসংকেত ও ক্ষমতাসীনদের বিকৃত মানসিকতার শামিল।

সভায় বিদ্যমান অর্থনৈতিক সংকট নিরসনে কাঠামোগত পরিবর্তন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কমিশন প্রতিষ্ঠা, ২০৩০ সালের মধ্যে সর্বজনীন স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে বাস্তব পদক্ষেপ গ্রহণ করাসহ বিভিন্ন দাবি জানানো হয়।
এ ছাড়া সভায় পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় নিন্দা জানানো হয়েছে।