ইরানে ইসরায়েলি হামলা বন্ধের দাবি সিপিবির

সিপিবির লোগোফাইল ছবি

ইরানে ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, সম্পূর্ণ বিনা উসকানিতে ইরানের মাটিতে ইসরায়েলের হামলা নজিরবিহীন। এই হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

বিবৃতিতে বলা হয়, ইরানে ইসরায়েলের হামলায় ৭০ নারী–শিশুসহ অন্তত ২২০ জন নিহত হয়েছেন। পাল্টা আঘাতে ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ২০ জন। এতে গোটা পশ্চিম এশিয়ায় যুদ্ধাবস্থা বিরাজ করছে।

সিপিবি বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে তেহরানবাসীকে ইরান ছেড়ে যাওয়ার হুমকি দেন।

বিবৃতিতে সিপিবি নেতারা আরও বলেন, মার্কিন মদদে ইসরায়েল আজ একটি দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, ফিলিস্তিনের গাজাসহ বিভিন্ন এলাকায় গণহত্যায় ৫৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার স্বার্থে এই যুদ্ধ বন্ধে জাতিসংঘকে জরুরি উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সিপিবি। তারা আরও বলেছে, বাংলাদেশের সরকারের উচিত আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানের নিন্দা জানানো এবং সেই চিঠি জাতির সামনে প্রকাশ করা।