শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ বিএনপির

শেখ হাসিনাফাইল ছবি: রয়টার্স

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ জমা দিয়েছে বিএনপি। আজ রোববার বিএনপির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণবিষয়ক সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খানের সই করা এক আবেদনে এ অভিযোগ করা হয়।

সালাহ উদ্দিন খান সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ হাসিনাসহ ১৬ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৩০-৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, মোহাম্মদ আলী খান, মো. জিল্লুর রহমান, আকিদুল আলী, খোরশেদ আলম, আশরাফ আলী, মো. বাবুল, এনামুল, এরশাদ আলী, মো. গিয়াস উদ্দিন খান, মো. কবির উদ্দিন খান ও নজরুল ইসলামকে আওয়ামী লীগ সরকারের সময় অপহরণ করে মাসের পর মাস, বছরের পর বছর আটক রেখে নির্যাতন করা হয়েছে। তাঁদের আয়নাঘরে আটক করে নির্যাতন করা হয়েছে। বিএনপির সব কর্মসূচি থেকে বিরত রাখার জন্য তাঁদের অপহরণ করে গুম ও নির্যাতনের ঘটনা ঘটানো হয়েছে।