সবাই মিলে নির্বাচন প্রতিহত করতে হবে: নুরুল হক

সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক বলেছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে সরকারের একতরফা নির্বাচন প্রতিরোধ করতে হবে। কে কোন দলের তা এখন দেখার বিষয় নয়। সবার লক্ষ্য অভিন্ন। সেটি হলো সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নুরুল হক। জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা দশম দফা অবরোধের সমর্থনে এই কর্মসূচি পালন করা হয়।

নুরুল হক বলেন, নিজেরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে থাকলে তাতে লাভ হবে সরকারের। এ দেশের নির্বাচন কীভাবে হবে, তা এ দেশের জনগণ ঠিক করবে। যাঁরা পাতানো নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের প্রতি মনোনয়নপত্র প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, পরিকল্পিতভাবে দেশকে শ্রীলঙ্কার মতো দেউলিয়া করার চক্রান্ত করা হচ্ছে। জনগণ এটি মেনে নেবে না।

সমাবেশ সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের নেতা শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, ফাতিমা তাসনিম, হাসান আল মামুন, মোবারক হোসেন, যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ প্রমুখ।