একতরফা নির্বাচন করে এবার পার পাওয়া যাবে না: নুরুল হক
২০১৪ ও ২০১৮ সালের মতো একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার এবার পার পাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক। তিনি বলেন, দেশের মানুষ একতরফা নির্বাচন মেনে নেবে না।
আজ রোববার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক এসব কথা বলেন। এর আগে হরতালের সমর্থনে পুরানা পল্টন, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড়, নয়াপল্টন এলাকায় তাঁরা মিছিল করেন।
এই সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগ করে নুরুল হক বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে দিন। উন্নয়ন সহযোগী বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো শ্রমঅধিকার, মানবাধিকার, গণতন্ত্র নানা ইস্যুতে সরকারকে সতর্ক করছে। এগুলো রক্ষা না করলে তারা সরকারের ওপর নিষেধাজ্ঞা দেবে। মূলত এই নিষেধাজ্ঞা বাংলাদেশের ওপরে। কাজেই অনুরোধ করব, অবৈধভাবে ক্ষমতায় থাকতে বিদেশি নিষেধাজ্ঞার সম্মুখীন করে দেশকে একটি ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত করবেন না।
নুরুল হক বলেন, তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ উল্লাস করছে। উৎসব করছে। আওয়ামী লীগ ও তার ‘উচ্ছিষ্টভোগী’রা এই তফসিলকে স্বাগত জানিয়ে উল্লাস করছে। সব বিরোধী দল এই তফসিলকে প্রত্যাখ্যান করে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে তফসিল পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে।
বিরোধী দলগুলোর নেতা–কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন নুরুল হক। তিনি বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে রয়েছে, সেখান থেকে স্বামীকে পুলিশ কেড়ে নিচ্ছে। জেলা–উপজেলায় আওয়ামী লীগের নেতা–কর্মীরা পুলিশকে বাড়ি চিনিয়ে দিচ্ছে যে এখানে বিএনপির নেতারা থাকে, এখানে গণ অধিকারের নেতারা থাকেন। এভাবে সারা দেশকে তারা কারাগার বানিয়ে রেখেছে।
মনোনয়ন কেনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা–কর্মীরা রাস্তা বন্ধ করে রেখেছে অভিযোগ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, আওয়ামী লীগ রাস্তা সারা দিন বন্ধ রাখলেও পুলিশ প্রশাসন কিছু বলে না। অথচ বিরোধী দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচি করলেও সেখানে পুলিশ বাধা দেয়।
সমাবেশের সঞ্চালনা করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুজ জাহের। তাঁদের এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, ফাতেমা তাসনিম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান প্রমুখ।