ঢাকার ১০ স্থানে অবরোধের সমর্থনে জামায়াতের মিছিল
তৃতীয় দফায় ডাকা অবরোধের সমর্থনে আজ বুধবার রাজধানীর ১০টি স্থানে মিছিল করার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। এর মধ্যে ঢাকা দক্ষিণ এলাকার ছয়টি ও উত্তরের চার স্থানে স্থানীয় নেতা-কর্মীরা মিছিল করেন। সকাল সাতটা থেকে আটটার মধ্যে এসব মিছিল হয়।
জামায়াতে ইসলামী জানিয়েছে, রামপুরা ও আগারগাঁও থেকে পুলিশ তাদের চারজনকে আটক করেছে।
পৃথক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর জামায়াত জানিয়েছে, সকাল সাতটায় বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুলের সামনে অবরোধের সমর্থনে মিছিল হয়। প্রায় কাছাকাছি সময়ে পুরোনো ঢাকার বাবুবাজার–নয়াবাজার ব্রিজ এলাকায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী কাঁচাবাজার এলাকায়, ডেমরার হাজীপাড়া, বাসাবো বিশ্বরোড ও ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিল বের করা হয়।
একই সময়ে রাজধানীর মিরপুরের ৬০ ফিট সড়কে, মিরপুর ১১ নম্বরের ভাসানী মোড়ে, বাড্ডার লিংক রোড ও আগারগাঁওয়ে কিছু সময়ের জন্য সড়কে অবরোধ করেন স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে সংগঠনের তিন কর্মীকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে দলটি।
২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করা, নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ৮ ও ৯ নভেম্বর সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, নৌ ও রেলপথ অবরোধে কর্মসূচি ঘোষণা করে। বিএনপির সমমনাবিরোধী দলগুলোও একই কর্মসূচির ডাক দিয়েছে।
জামায়াতে ইসলামীও পৃথকভাবে ‘অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, জামায়াতের আমির শফিকুর রহমানসহ নেতাদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিতে’ একই কর্মসূচি ঘোষণা করেছে। এটি তৃতীয় দফার অবরোধ কর্মসূচি।
জামায়াতে ইসলামী জানিয়েছে, মহানগর দক্ষিণের কর্মসূচিতে দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন, মোকাররম হোসাইন খান ও শামসুর রহমান এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাশেদুল ইসলাম নেতৃত্ব দেন।
এ ছাড়া ঢাকা উত্তরের কর্মসূচিতে মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা, মো. ফখরুদ্দিন মানিক ও কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন নেতৃত্ব দেন।