ড. ইউনূস শ্রমিকের পাওনা বুঝিয়ে দেননি: তথ্যমন্ত্রী

সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদছবি: তথ্য মন্ত্রণালয়

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শ্রমিকের পাওনা বুঝিয়ে না দেওয়ার অপরাধে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি বলেন, তাঁর (ইউনূস) প্রতিষ্ঠান ঘুষ দিয়ে সেটি ‘ম্যানেজ’ করার অপচেষ্টাও করেছে।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

উল্লেখ্য, আজ দুপুরে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে ৬ মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। পরে আপিল করার শর্তে ইউনূস জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস সাহেবের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই যে ইউনূস সাহেব বহু বছর ধরে শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেননি। এরপর যখন শ্রমিকেরা আদালতে গেছেন, তখন আদালতের বাইরে দুজন শ্রমিকনেতাকে তাঁর প্রতিষ্ঠান থেকে ৩ কোটি করে ৬ কোটি টাকা ঘুষ দিয়ে ম্যানেজ করার কথা বলা হয়েছে। কিন্তু সাধারণ শ্রমিকেরা তো আর টাকা পাননি, দুজন নেতা টাকা পেলে তো আর হবে না। সে কারণে সাধারণ শ্রমিকেরা মামলায় গেছেন।’

শ্রমিকের অধিকার নিয়ে তো অনেক কথা হয়, শ্রমিক অধিকার নিশ্চিত করার জন্য আমাদের বন্ধুরাষ্ট্রগুলো অনেক কথা বলে উল্লেখ করে তিনি বলেন, ‘বন্ধুরাষ্ট্ররা গার্মেন্টস শ্রমিকের পাওনা আদায়ের কথা বলে। আশা করব তারা এ ব্যাপারেও কথা বলবে। শ্রমিকের পাওনা বুঝিয়ে না দেওয়ার কারণেই অর্থাৎ একটি অপরাধ সংঘঠিত হয়েছে বিধায় মামলা হয়েছে।’

বিএনপি নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘকে চিঠি দিয়েছে, এ নিয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি তো এখন দিগ্‌বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছে। তারা ভেবেছিল দেশে নির্বাচন হবে না এবং নির্বাচন হলেও জনগণের অংশগ্রহণ থাকবে না। এখন তারা বুঝতে পেরেছে, জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, যেখানে বিএনপির সমর্থকেরাও যোগ দিয়েছেন।

আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপি এই কাজগুলো ২০১৩, ১৪ ও ১৫ সালে করেছে, এখন আবার করছে। এখন আত্মরক্ষার্থে চিঠিপত্র লিখছে। যাদের কাছে চিঠি লিখছে, তারাও এই নির্বাচনকে গ্রহণ করেছে, পর্যবেক্ষক পাঠিয়েছে এবং তারা বলছে যে নির্বাচন যেন সহিংসতামুক্ত হয়। দেশের বিরুদ্ধে বহু চিঠি বিএনপি লিখেছে, এই চিঠিতে কোনো লাভ হবে না।’

ভোট বন্ধ করার জন্য বিএনপি এখন প্রার্থীদের ওপর হামলার পরিকল্পনা করছে, এ সম্পর্কিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থী মারা গেলে সেই আসনে নির্বাচনটা বন্ধ হয়ে যায়। সে কারণে তারা এই পরিকল্পনা করেছে। তবে এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

আরও পড়ুন