বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৫৩ নেতা–কর্মীর আগাম জামিন

হাইকোর্ট
ফাইল ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা এক মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৫৩ নেতা–কর্মী ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন।

আগাম জামিন চেয়ে তাদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

সংঘর্ষের ঘটনায় ২২ সেপ্টেম্বর পুলিশের করা ওই মামলায় আজ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান নেতা–কর্মীরা। আদালতে নেতা–কর্মীদের করা পৃথক জামিন আবেদনের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল ও মো. কামাল হোসেন শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

পরে বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল প্রথম আলোকে বলেন, পুলিশের করা ওই মামলায় আগাম জামিন চেয়ে করা পৃথক ২০টি আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামানসহ ১৫৩ নেতা–কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।

জামিন আবেদনকারী নেতা–কর্মীদের অন্যতম আইনজীবী মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, পৃথক ১৮টি জামিন আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ১২২ নেতা–কর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এরপর তাদের মুন্সীগঞ্জের দায়রা আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণে৵র দামের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপির তিন নেতা-কর্মী হত্যার বিচার দাবিতে ২১ সেপ্টেম্বর বিকেলে মুন্সিগঞ্জ শহরের মুক্তারপুর এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সেখানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে গুলিতে গুরুতর আহত যুবদল কর্মী শাওন ভূঁইয়া (২২) পরদিন হাসপাতালে মারা যান।

এদিকে সংঘর্ষে ঘটনায় ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় দলটির নেতা–কর্মীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়। এর মধ্যে সরকারি অস্ত্র ও গুলি লুট ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে ৩১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০০ থেকে ৮০০ জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানার এক উপপরিদর্শক (এসআই) একটি মামলা করেন। এ জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামানকে মামলায় প্রধান আসামি করা হয়। এই মামলায় নেতা–কর্মীরা আগাম জামিন চেয়ে পৃথক আবেদন করেন বলে জানান তাঁদের আইনজীবীরা।