দুই দিনে আওয়ামী লীগের ২ হাজার ২৮৬টি মনোনয়ন ফরম বিক্রি

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড়। বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা, ১৯ নভেম্বর
ছবি: দীপু মালাকার

আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে আজ রোববার ১ হাজার ২১২টি ফরম বিক্রি করেছে, যা গতকালের চেয়ে ১৩৮টি বেশি। এ নিয়ে ২ দিনে দলটি ২ হাজার ২৮৬টি ফরম বিক্রি করল। এই ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা।

আওয়ামী লীগের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। দলটি আজ ১ হাজার ১৮০টি ফরম বিক্রি করেছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে। অন্য ৩২টি ফরম অনলাইনে বিক্রি করা হয়েছে। এসব ফরম বিক্রি করে দলটি ৬ কোটি ৬ লাখ টাকা আয় করেছে।

আজ দ্বিতীয় দিনে অন্যদের মধ্যে নৌকার প্রতীক পেতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান। তিনি পাবনা-৫ আসন থেকে ফরম সংগ্রহ করেছেন। হবিগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাইকোর্টের আলোচিত আইনজীবী সায়েদুল হক চৌধুরী। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম মনোনয়ন ফরম কিনেছেন কুমিল্লা-১০ আসনের জন্য। আর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন মৌলভীবাজার-১ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সাবেক যোগাযোগমন্ত্রী প্রয়াত সৈয়দ আবুল হোসেনের ছোট ভাই সৈয়দ এ হাসান মাদারীপুর-৩ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন।  

এর আগে মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে গতকাল শনিবার আওয়ামী লীগ ১ হাজার ৭৪টি ফরম বিক্রি করে। প্রথম দিনে অন্যদের মধ্যে ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা-১ ও ২ এবং ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন ফরম নেন। চিত্রনায়িকা মাহিয়া মাহি আওয়ামী লীগের প্রার্থী হতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়ন ফরম তোলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ফরম তুলেছেন ঢাকা-৬ ও ৮ আসন থেকে। আজ সাঈদ খোকন তাঁর মনোনয়ন ফরম জমাও দিয়েছেন।

মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়ার বিষয়ে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, শনি (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা ও জমা দেওয়া যাবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।