রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সিঙ্গাপুর যাচ্ছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
ফাইল ছবি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে আজ সিঙ্গাপুর যাচ্ছেন।

আজ বিকেল সাড়ে চারটায়  বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর যাত্রা করার কথা রয়েছে।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিঙ্গাপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। এ ছাড়া সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে তাঁর চোখের চিকিৎসা করানোর কথা রয়েছে।

আট দিনের এই সফর শেষে রাষ্ট্রপতির আগামী ৫ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

আবদুল হামিদ টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। আগামী ২৩ এপ্রিল তাঁর মেয়াদ শেষ হবে।