শ্রমিক দিবসে ঢাকায় বড় জমায়েত করতে চায় বিএনপি
আগামী ১ মে সোমবার, আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানী ঢাকায় বড় আকারে শ্রমিক সমাবেশ করবে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশ শেষে বিকেল চারটায় রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। বেলা আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে।
১ মে শ্রমিক দিবসের এ কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে শ্রমিক দল। ঢাকার বাইরে সব জেলা, মহানগর ও শিল্পাঞ্চলে সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার শ্রমিক দলের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান জানান, প্রথমে সমাবেশ হবে, তারপর র্যালি হবে নয়াপল্টন থেকে বাংলামোটর পর্যন্ত। এই সমাবেশে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা থেকে শ্রমিকসহ সাধারণ মানুষ অংশ নেবে। তিনি বলেন, এটি শ্রমিক দলের সমাবেশ। এখানে রাজনৈতিক কিছু নেই। অবশ্য রাজনৈতিক নেতৃত্ব থাকবেন, তাঁরা কিছু বললেও বলতে পারেন। তবে সেদিন সুনির্দিষ্ট কিছু দাবি জনানো হবে।’
নজরুল ইসলাম খান বলেন, দেশের উন্নয়নের কারিগর হলো শ্রমজীবী মানুষ। তাদের অংশগ্রহণ ছাড়া কিছুই উৎপাদন করা হবে না। সেই মানুষগুলোর ন্যায্য মজুরি, ন্যায্য দাবি আদায় ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি ও দাবি আদায়ে সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানান।
এর আগে মওলানা ভাসানী মিলনায়তনে মহানগর বিএনপির কার্যালয়ে মে দিবসের কর্মসূচি নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোনো দেনদরবার নয়, কোনো আলোচনা নয়, এই অবৈধ ও নিশিরাতের ভোটের সরকারকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতেই হবে।
মির্জা আব্বাস বলেন, জনগণ আজ অতিষ্ঠ। এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার দেশের বাক্স্বাধীনতা, গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এদের যত তাড়াতাড়ি বিতাড়িত করা যাবে, ততই দেশের মঙ্গল। তিনি দেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক দল, জনগণ এবং দলীয় নেতা-কর্মীদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান।
প্রস্তুতি সভা ও সংবাদ সম্মেলনে পরিবহন মালিক-শ্রমিক নেতা ও বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধাসহ বিএনপি ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।