সাতকানিয়া-লোহাগাড়া আসন: আজ অনেকটা ‘শান্ত’, তবে ভোটার কম

চট্টগ্রামের সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুব কম। সকাল ১০টায় তোলাছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে নির্বাচনী প্রচারণার সময় দুই বিবদমান প্রার্থীর মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটেছিল। আজ রোববার সকাল থেকে নির্বাচনে ভোট গ্রহণ শুরু হওয়ার পর তার আঁচ তেমন চোখে পড়েনি। তবে একটি কেন্দ্রে সকালে পটকা ফোটানোর অভিযোগ পাওয়া গেছে। প্রথম দুই ঘণ্টায় এখানে ভোটার উপস্থিতি ছিল খুবই কম।

সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫৫৯ ভোটার। এর মধ্যে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৮৩টি। এখানে সকাল ১০টার দিকে দেখা হয় নৌকার প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর সঙ্গে। তিনি ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

নদভী বলেন, ‘শীতের কারণে মানুষজন একটু কম বের হচ্ছেন। তারপরও আমি ভোটার উপস্থিতিতে সন্তুষ্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার আরও কিছু বাড়বে।’

এক প্রশ্নের জবাবে নদভী বলেন, ‘আমাদের ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তাদের হুমকি–ধমকি দিচ্ছে। যাঁরা আমাদের পথসভায় ছিলেন, তাঁদের ছবি নিয়ে তাঁদের কাছে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বিকেল পর্যন্ত নির্বাচনে আমি ওপরে আল্লাহ আর জনগণের ওপর ছেড়ে দিয়েছি।’

নদভী ভোট দেন সকাল নয়টায় বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সকাল ১০টা পর্যন্ত ভোট দেন ৬৬৯ জন। এখানে মোট ভোটার ৩ হাজার ৯৩৩ জন। বেলা ১১টায় একই কেন্দ্রে দেখা যায়, নৌকায় ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ প্রয়োগ করছেন কিছু যুবক ও এজেন্ট।

কেন্দ্রটির ২ নম্বর কক্ষে জাহেদুল ইসলাম নামের মোমবাতি প্রতীকের এজেন্ট নৌকায় ভোট দেওয়ার জন্য নারী ভোটারদের দেখিয়ে দিচ্ছেন। ব্যালটে সিল মারার পর নারী ভোটাররা ব্যালট এনে জাহেদকে দিচ্ছিলেন। জাহেদ ভাঁজ করে বাক্সে ঢোকাচ্ছিলেন।
এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা শিমুল কুমার পাল বলেন, ‘আমি দেখিনি। আমি তাঁকে এখনই বারণ করছি।’

সাতকানিয়া মডেল হাইস্কুল মহিলা ২ হাজার ৬০৫ জনের মধ্যে ১১৮টি ভোট পড়েছে প্রথম দুই ঘণ্টায়। এখানে কেন্দ্রের বাইরে সকাল নয়টার দিকে দুটি পটকা ফোটানো হয় বলে জানান কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা রনি দাশ। একই বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে ২ হাজার ৭১৬ ভোটের মধ্যে দুই ঘণ্টায় ভোট পড়ে ৯১টি।