মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, দাবি এবি পার্টির

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, গুম এবং রাজনৈতিক কর্মসূচিতে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
ছবি: সংগৃহীত

দুর্নীতি আর দুঃশাসনে জনগণ অতিষ্ঠ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে বলেও দাবি করেছেন তিনি।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক কর্মসূচিতে আবদুল ওহাব এ দাবি করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, গুম ও রাজনৈতিক কর্মসূচিতে গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়।

আবদুল ওহাব বলেন, দুর্নীতি আর দুঃশাসনে দেশ আজ অতিষ্ঠ। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। দেশের মানুষের যখন একবেলা খাবারের সমস্যায়, তখন মন্ত্রীরা বলছেন দেশ বেহেশতখানা। তেলের দাম ৫০ টাকা বাড়িয়ে ৫ টাকা কমানো হয়েছে। এটা জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, সরকার অবৈধ ক্ষমতার জোরে অতীতের স্বৈরাচারদের পতনের ইতিহাস ভুলে গেছে। জনগণ ঐক্যবদ্ধ হয়ে শিগগিরই গণবিরোধী এ সরকারকে অতীতের মতো আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

সমাবেশে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারছে না। অথচ মানুষ যখন প্রতিবাদ করছে, তখন গুলি করে হত্যা করা হচ্ছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী প্রকাশ্যে বলছেন, বিরোধী দলের মিছিলে বাধা না দেওয়ার জন্য, কাউকে গ্রেপ্তার না করার জন্য। কিন্তু গোপনে তিনি পুলিশকে কী হুকুম দিয়েছেন, তা আমরা জানি না।’

এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুকের সভাপতিত্বে ও সদস্যসচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, যুব পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইলিয়াস আলী, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম খোকন প্রমুখ।

এদিকে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তোপখানা, পল্টন ও বিজয়নগর হয়ে কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।