ব্রিটিশ আন্ডার সেক্রেটারির সঙ্গে বিএনপির বৈঠক

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন
ছবি: সংগৃহীত

ঢাকায় সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বারিধারায় সোমবার বিকেলে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসায় এই বৈঠক হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আমীর খসরুর সঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন।

জানা গেছে, ফিলিপ বার্টনের সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর টিমোথি ডকেট উপস্থিত ছিলেন।

একটি আধুনিক অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্য ঢাকায় মঙ্গলবার পঞ্চম কৌশলগত সংলাপ করবে। সংলাপে যোগ দিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন দুদিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছান। ব্রিটিশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকায় অবস্থানকালে ফিলিপ বার্টন রাজনীতিবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী নেতা ও যুব প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।