ইসির কর্মকর্তাদের সঙ্গে ইইউ বিশেষজ্ঞ দলের বৈঠক

নির্বাচনপ্রতীকী ছবি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন–বিশেষজ্ঞ দল। তারা নির্বাচনী আইনবিধি সম্পর্কে ইসির কর্মকর্তাদের কাছ থেকে ধারণা নিয়েছে। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওই বৈঠক হয়।

বৈঠক শেষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ইইউর বিশেষজ্ঞ দলটি নির্বাচন পর্যবেক্ষণ করবে। তারা নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনের পরের পরিবেশও দেখবে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত দলটি দেশে থেকে নির্বাচনের বিষয়গুলো পর্যবেক্ষণ করবে।

অশোক কুমার দেবনাথ বলেন, ইইউর বিশেষজ্ঞরা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। তাঁরা নির্বাচনী আইন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীসংখ্যা, স্থানীয় পর্যবেক্ষক—এসব বিষয়ে জানতে চেয়েছিলেন। প্রতিনিধিদলটি দেশব্যাপী ঘুরবে। এ ক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে ইসি তাদের সহায়তা করবে। ঢাকার বাইরে গেলে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে যাবে।

আওয়ামী লীগ ১০ ডিসেম্বরে ঢাকায় জনসভা ডেকেছে। জনসভা করতে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, জনসভা করতে হলে অনুমতি নিতে হবে। অনুমতি না নিলে কী হবে, তা আইনে বলা আছে। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিতে হবে।