লকারের সোনা হাসিনার সঙ্গে পরিবারের সদস্যদেরও

রাজধানীর মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা লকার থেকে এসব স্বর্ণালংকার পাওয়া গেছে

দুদক জানিয়েছে, অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে ৮৩২ ভরি সোনা উদ্ধার করা হয়েছে, যা শুধু শেখ হাসিনার নয়, তাঁর পরিবারের সদস্য শেখ রেহানা ও সায়মা ওয়াজেদের নামেও জমা ছিল। উদ্ধারকৃত সোনার মধ্যে স্বর্ণালংকার, সোনার নৌকা ও হরিণ রয়েছে। লকার থাকার কথা শেখ হাসিনা ২০০৭ সালের সম্পদ বিবরণীতে উল্লেখ করেছিলেন। এসব সোনা বৈধ কি না, তা যাচাই করা হচ্ছে। পূবালী ব্যাংকের একটি লকারে কিছুই পাওয়া যায়নি।