জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

চব্বিশের জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিসছবি: প্রথম আলো

চব্বিশের জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, গতকাল বুধবার বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এক বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ।

কর্মসূচির মধ্যে রয়েছে ১১ জুলাই দেশব্যাপী দোয়া দিবস এবং শহীদদের কবর জিয়ারত, ১৮ জুলাই গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং ৫ আগস্ট গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী বিজয় শোভাযাত্রা।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মহিউদ্দিন রাব্বানী, কুরবান আলী, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, শরাফত হোসাইন, তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, আবু সাঈদ নোমান, আবুল হাসানাত, মুহাম্মদ ফয়সাল, নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক রুহুল আমীন খান, আইনবিষয়ক সম্পাদক শরীফ হোসাইন, সহপ্রশিক্ষণ সম্পাদক হাসান জুনাইদ, নির্বাহী সদস্য মুহসিন উদ্দীন, মামুনুর রশীদ, ছানাউল্লাহ আমেনী, রাকিবুল ইসলাম, আনোয়ার হোসাইন, মুর্শেদুল আলম সিদ্দীক প্রমুখ।