গণ অধিকার পরিষদের একাংশের সদস্যসচিব হলেন ফারুক হাসান

ফারুক হাসান
ছবি: সংগৃহীত

রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন ফারুক হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণ অধিকার পরিষদের দপ্তর সহসমন্বয়ক শাহাবুদ্দিন শুভর পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার রেজা কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ভার্চ্যুয়াল সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গঠনতন্ত্রের আলোকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগপর্যন্ত ফারুক হাসান এ দায়িত্ব পালন করবেন।

গণ অধিকার পরিষদ এখন দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্বে নুরুল হক (নুর), আরেক অংশের নেতৃত্বে রেজা কিবরিয়া।

সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলন করে পরিচিতি পাওয়া নুরুল হক ছাত্র অধিকার পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে নুরুল হক ও তাঁর সমমনারা ২০২১ সালের অক্টোবরে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন।

আরও পড়ুন

গণ অধিকার পরিষদের শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হকের বিরোধকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দলে অস্থিরতা চলছে। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অব্যাহতি, অনাস্থা প্রস্তাব, অপসারণের মতো ঘটনাও ঘটেছে। ১ জুলাই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে নুরুল হকের নেতৃত্বে তাঁর অনুসারীরা আহ্বায়কের পদ থেকে রেজা কিবরিয়াকে অপসারণের সিদ্ধান্ত নেন। ওই বৈঠকে ১০ জুলাই জাতীয় কাউন্সিলের ঘোষণা দেওয়া হয়। সেই কাউন্সিলে গণ অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন নুরুল হক, সাধারণ সম্পাদক হন মুহাম্মদ রাশেদ খান।