বিএনপি নেতাদের সঙ্গে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা। গুলশান, ঢাকা, ২৭ জুলাইছবি: সংগৃহীত

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতারা। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। অন্যদিকে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হকের নেতৃত্বে দলটির মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম, সহকারী মহাসচিব মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শাহ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের নেতা এহসানুল হক ও হাসান ইবনে আলী উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক প্রথম আলোকে বলেন, জুলাই গণ-অভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশ গড়তে ইসলামি শক্তি ও জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রয়োজন। আগামী দিনে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির জন্য এ দুই শক্তির বিকল্প নেই।

কোনো অপশক্তি যাতে নতুন বাংলাদেশে আগামী দিনে ঐক্যবদ্ধ যাত্রায় ব্যাঘাত সৃষ্টি করতে না পারে, এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকারও আহ্বান জানান বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি।