জিয়াউর রহমানের প্রতি সরকারের কৃতজ্ঞ থাকা উচিত: নজরুল ইসলাম

ড্যাবের আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঢাকা, ২২ জানুয়ারিছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মনে করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগের উচিত জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞ থাকা। কিন্তু তা না করে তারা তাঁকে নিয়ে অযাচিত মন্তব্য করে। এর পেছনে যুক্তি হিসেবে তিনি বলেন, জিয়াউর রহমান পোশাকশিল্প চালু করেছিলেন। বেকারত্ব কমাতে কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। বিদেশে কর্মী পাঠিয়ে প্রবাসী কর্মসংস্থান সৃষ্টি করেছেন।

আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়া ও বহুদলীয় গণতন্ত্র এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ শীর্ষক এই সভার আয়োজন করে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

আলোচনা সভায় নজরুল ইসলাম খান বলেন, জিয়াউর রহমান তাঁর শাসনামলে বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানি শুরু করেছিলেন। তিনি পল্লীবিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেন। এক শিফটের (পালা) পরিবর্তে দুই পালায় কাজ শুরু করেন জিয়াউর রহমান। তিনি সব কলকারখানা পর্যায়ক্রমে চালুর মাধ্যমে অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করান। অর্থাৎ জিয়াউর রহমান রাষ্ট্র ব্যবস্থাপনা থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সব ক্ষেত্রে সফল ব্যক্তি ছিলেন। তিনি অনুকরণীয় ব্যক্তিত্ব। কিন্তু তাঁকে দেশের জনগণের হৃদয় থেকে মুছে ফেলার চক্রান্ত হয়েছে, এখনো হচ্ছে।

সভায় আয়োজক সংগঠন ড্যাবের সভাপতি হারুন আল রশীদ অভিযোগ করেন, ‘বাংলাদেশের কারাগারগুলোয় বিএনপির হাজার হাজার নেতা–কর্মী বন্দী। আর যারা জেলের বাইরে আছি, তারাও বন্দী অবস্থায় আছি। কারণ, দেশের মানুষের কথা বলার স্বাধীনতা নেই।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন ড্যাবের মহাসচিব আবদুস সালাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গণি চৌধুরী, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক জেড রিয়াজ উদ্দিন, ড্যাবের সহসভাপতি সিরাজুল ইসলাম, শহীদুল আলম, শহীদুর রহমান, মোস্তাক রহিম প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন ড্যাবের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মো. মেহেদী হাসান ও আশফাক নবী।