অপতথ্য দমনের ওপর জোর দিলেন তথ্য প্রতিমন্ত্রী

মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতছবি: সংগৃহীত

অপতথ্য দমন করার উপায় বের করার ওপর জোর দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি এ বিষয়ে সবার সহযোগিতা চান।

আজ সোমবার রাজধানীর সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় প্রেসক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা যতটা দরকার, ঠিক ততটুকুই অপতথ্যকে দমন করা দরকার। এ ব্যাপারে কারও কোনো দ্বিমত নেই। আবার একই সঙ্গে অপতথ্য যে সমাজে আছে, এ ব্যাপারেও কারও কোনো দ্বিমত নেই। এগুলো যদি সত্যি হয়, তাহলে দমন করার উপায় বের করতে হবে। তিনি এ বিষয়ে সবার সহযোগিতা চান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিটি ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও জবাবদিহি আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, সব সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় প্রতিমন্ত্রী নিজে থাকতে চান না। পেশাদারত্বের সঙ্গে যদি কমিটি তৈরি হয় এবং স্বচ্ছতার সঙ্গে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সে ক্ষেত্রে কেন মন্ত্রণালয়ের প্রধান হিসেবে তাঁকে নাক গলাতে হবে।