নির্বাচন বানচাল করতে বিএনপি–জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচি: জাসদ

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে আজ রোববার বেলা সাড়ে ১১টায় সমাবেশ করেন দলটির নেতারা
ছবি: জাসদের সৌজন্যে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি ও জামায়াতে ইসলামী ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতারা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তাঁরা।

‘বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও নির্বাচন বানচালের চক্রান্ত-ষড়যন্ত্রের প্রতিবাদে’ অনুষ্ঠিত এ সমাবেশে জাসদ নেতারা বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন করাই এখন জাতীয়–রাজনৈতিক কর্তব্য। সামরিক সরকার, অসাংবিধানিক সরকার দেশের ক্ষতি করা ছাড়া ভালো কিছু করতে পারে না। যারা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

জাসদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান, মোহাম্মদ মোহসীন প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়।