সরকার গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনকে ধ্বংস করেছে: এবি পার্টি

ছবি: সংগৃহীত

গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনসহ রাষ্ট্রের সব প্রতিশ্রুতি ধ্বংসের জন্য বর্তমান সরকারকে দায়ী করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে মিডিয়া ব্রিফিংকালে এ অভিযোগ করেন দলটির নেতারা।

রাজধানীর বিজয়নগরে আজ রোববার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ওই মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম ও যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান।

যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে প্রকাশিত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিভিন্ন দিক উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, প্রতিবেদনে বিচারবহির্ভূত হত্যা, গুম, বিচার বিভাগের স্বাধীনতা, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা, ইন্টারনেট ব্যবহারে বাধা, রাজনৈতিক সভা–সমাবেশে বাধা, বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর নির্যাতনসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার পরও এই সময়ের মধ্যে ৯৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছেন; গুম ও অপহরণ করা হয়েছে ৩২ জনকে।

গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনসহ রাষ্ট্রের সব প্রতিশ্রুতি ধ্বংসের জন্য সরকারকে দায়ী করে তাজুল ইসলাম বলেন, সরকারি দলের লোকদের দুর্নীতিতে রাষ্ট্রের সব স্তম্ভ আজ ধসে পড়েছে।

ব্রিফিংয়ে বলা হয়, বাংলাদেশ গত ১৫ বছরের মধ্যে এত খারাপ অবস্থায় কখনো যায়নি। আওয়ামী লীগ এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে।