মান্না, সাকি, নুরুল, ববি—কে কোন আসনে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুলশানে সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও ১০টি আসন মিত্রদলগুলোকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির রেদোয়ান আহমেদ কুমিল্লা–৭, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের ববি হাজ্জাজ ঢাকা–১৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। মাহমুদুর রহমান মান্না বগুড়া–২, নুরুল হক পটুয়াখালী–৩, জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনে প্রার্থী হচ্ছেন।