ঢাকায় বিএনপির সমাবেশ আজ, ‘শান্তি সমাবেশ’ আওয়ামী লীগের

ঈদের পর আজ শনিবার মাঠের কর্মসূচিতে ফিরছে বিরোধী দল বিএনপি। দলটি ঢাকার নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে। ক্ষমতাসীন আওয়ামী লীগও আবার পাল্টা কর্মসূচিতে নামছে। আজ রাজধানীর মিরপুর-১০ নম্বরে সমাবেশ করবে ক্ষমতাসীন দল।

গত ১০ ডিসেম্বর বিএনপি ঢাকায় বিভাগীয় সমাবেশের ডাক দেওয়ার পর থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগও একই দিন ঢাকায় কর্মসূচি দেয়। এর পর থেকে বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচির সমান্তরালে ঢাকায় কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। 

একপর্যায়ে পাল্টাপাল্টি কর্মসূচি তৃণমূল পর্যায়েও পৌঁছায়। রমজান মাসে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি পালন না করলেও ইফতারসামগ্রী বিতরণ ও ঈদে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে মাঠে থাকে। আজ পুনরায় ক্ষমতাসীন ও বিরোধীরা পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি পালন করবে। 

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, আজকের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। এর মধ্যে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ এলাকায় শিগগিরই আরও চারটি সমাবেশ হবে। একই সঙ্গে সারা দেশে জেলা পর্যায়েও কর্মসূচি শুরু করা হবে।

সূত্র আরও জানিয়েছে, যুগপৎ আন্দোলনের গতি বাড়াতে আবারও সারা দেশে ৮০টি সাংগঠনিক জেলায় নতুন করে কর্মসূচি নেওয়া হচ্ছে। তবে এবার এক দিনে সব জেলায় একযোগে কর্মসূচি দেওয়া হবে না। সাংগঠনিক জেলাগুলোকে দুই বা তিন ভাগে বিভক্ত করে কয়েক ধাপে জেলার কর্মসূচি ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের আন্দোলনে গতি বাড়াতেই নতুন করে আবার জেলা পর্যায়ে কর্মসূচি শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচিগুলোতে দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

বিএনপির সমাবেশ দুপুরে

আজ নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ শুরু হবে বেলা দুইটায়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায় এবং গায়েবি মামলায় নেতা-কর্মীদের ‘নির্বিচার গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে’ এ কর্মসূচি দেওয়া হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করছে।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা থাকবেন। সমাবেশ সফল করতে দলের সর্বস্তরের নেতা-কর্মীর পাশাপাশি ঢাকাবাসীর প্রতিও আহ্বান জানিয়েছে বিএনপি। তবে ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে সমাবেশ ঠিকভাবে অনুষ্ঠান নিয়ে নেতা-কর্মীদের মধ্যে কিছুটা অস্বস্তি দেখা দিয়েছে।

অবশ্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম গত রাতে প্রথম আলোকে বলেন, সমাবেশ যথাসময়েই হবে। কর্মীরা ক্ষুব্ধ হয়ে আছে। কারণ, এই মুহূর্তে ঢাকায় কোনো আন্দোলন নেই, মিছিল নেই। অথচ এক সপ্তাহ ধরে মহানগরীর প্রতিটি থানায় মিথ্যা, গায়েবি মামলা দেওয়া হচ্ছে। 

ঢাকায় দুটি পাল্টা সমাবেশ

আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা বলেছেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলটির নেতারা ব্যস্ত। এর মধ্যে বিএনপি নতুন করে কর্মসূচি ঘোষণা করায় তাঁদের পাল্টা কর্মসূচি নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে মাঠে থাকার ঘোষণা আগেই দেওয়া হয়েছে। সেখান থেকে পিছু হটার সুযোগ নেই। সে কারণে বিএনপির কর্মসূচির প্রেক্ষাপটে আজ তাঁরাও মাঠে থাকবেন।

আজ শনিবার বেলা তিনটায় মিরপুর–১০ নম্বরে ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান প্রথম আলোকে বলেন, বিএনপি–জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও শান্তি বিনষ্টের চেষ্টার বিরুদ্ধে এই সমাবেশের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত এভাবে কর্মসূচি পালন করবেন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ বেলা তিনটায় ‘শান্তি সমাবেশ’ করবে ঢাকার মিরপুর–১ নম্বরে। এতে যুবলীগ ছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে সকাল ১০টায় বাংলা একাডেমিতে বর্ধিত সভা করবে আরেক সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ। এতেও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।