ভারতের পানি বাংলাদেশ তলিয়ে দেয়, এর স্থায়ী সমাধান দরকার: সৈয়দ ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, প্রতিবছর ভারত থেকে আসা পানি বাংলাদেশকে তলিয়ে দেয়। এর স্থায়ী সমাধান করা দরকার। তবে অস্থির হলে চলবে না, ধৈর্য ধারণ করতে হবে।
আজ মঙ্গলবার সকালে কুমিল্লায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও হাদিয়া বিতরণ করতে গিয়ে মুহাম্মদ ফয়জুল করীম এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের নেতা–কর্মীরা আজ কুমিল্লা, ফেনী ও নোয়াখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন।
মুহাম্মদ ফয়জুল করীম আরও বলেন, বাংলাদেশের জনগণ স্বেচ্ছাসেবী হিসেবে নিজেদের অর্থ দিয়ে শক্তিশালী বাঁধ দিতে পারলে আগ্রাসী ভারত আর কখনো তলিয়ে দিতে পারবে না। বাঁধ দেওয়া হলে কখনো ভারতের সামনে মাথা নত করতে হবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, মাওলানা খলিলুর রহমান, জান্নাতুল ইসলাম, আল মোহাম্মদ ইকবাল প্রমুখ।