ফ্যাসিবাদ বিলুপ্ত হওয়ার আগেই অভ্যুত্থানকারীদের সংঘাত দুঃখজনক: এবি পার্টি
ফ্যাসিবাদ পুরোপুরি বিলুপ্ত হওয়ার আগেই অভ্যুত্থানকারীদের পরস্পর দ্বন্দ্ব–সংঘাত সবাইকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু)। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যাঁরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, একসঙ্গে কারাগারে কষ্ট ভাগাভাগি করেছেন, ফ্যাসিবাদ পুরোপুরি বিলুপ্ত হওয়ার আগেই সেই অভ্যুত্থানকারীদের পরস্পর দ্বন্দ্ব–সংঘাত সবাইকে হতাশ করেছে, এটা খুবই দুঃখজনক।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুরে আজ শুক্রবার এবি পার্টির রংপুর বিভাগীয় সম্মেলনে মজিবুর রহমান এ কথা বলেন।
এবি পার্টির চেয়ারম্যান জুলাই গণ–অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোকে ইস্পাত-দৃঢ় ঐক্য রাখার আহ্বান জানান। সামনের দিনগুলোতে যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে দলীয় নেতা–কর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।
রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুল বাছেত মারজানের সভাপতিত্বে এবং সহসাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হক সানি।
সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগরীর আহ্বায়ক আবদুর রউফ, কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক ও দিনাজপুর জেলা আহ্বায়ক মুহা. শহিদুল ইসলাম প্রমুখ।