বিএনপি-জামায়াতের সরকার উৎখাতের আন্দোলনে জনজীবনের সংকট মোকাবিলার প্রস্তাব নেই: ইনু

বগুড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তব্য দেন দলের সভাপতি হাসানুল হক ইনু
ছবি: সংগৃহীত

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত-রাজাকারদের সরকার উৎখাতের আন্দোলনের মধ্যে জনজীবনের সংকট মোকাবিলার কোনো জাদুর কাঠি নেই। তাদের কোনো প্রস্তাবও নেই। তিনি বলেছেন, ৫০ বছরের স্বাধীন বাংলাদেশ অনেক অগ্রগতি সাধন করলেও এখনো বেশ কয়েকটি ঝুঁকি ও বিপদের মধ্যে আছে। এখনো সাংবিধানিক ধারা বানচালের চক্রান্ত চলছে, রাজাকার ও বিএনপি-জামায়াত চক্র অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত অব্যাহত রেখেছে। এখনো তারা মীমাংসিত বিষয় অমীমাংসিত করতে চায়।

আজ শনিবার বগুড়ায় জাসদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় এসব কথা বলেন হাসানুল হক ইনু। বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে এ সভা হয়। সভায় জাসদের সভাপতি বলেন, বিএনপি-জামায়াত চক্র ও তাদের রাজনৈতিক মিত্রদের অস্বাভাবিক সরকার ও রাজাকারদের ক্ষমতায় আনার ষড়যন্ত্র মোকাবিলা করার পাশাপাশি দুর্নীতি-লুটপাট-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। একই সঙ্গে জনগণের যাপিত জীবনের দুঃখ-কষ্ট ও দুর্ভোগ লাঘবে বাজার সিন্ডিকেটের কারসাজি ও রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী লুটেরার দলকে উৎখাত করতে হবে।

ইনু বলেন, নির্বাচনের আগেই অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার চক্রান্ত মোকাবিলার পন্থা নির্ধারণ করতে হবে।

বিশেষ অতিথির ভাষণে জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘হিন্দু না মুসলমান, এ ধর্মীয় পরিচয় খোঁজার আগে আমি বাঙালি, তা বলতে হবে। এটা আমার আত্মপরিচয়। বাঙালিয়ানার পরিচয় খোঁজার মাধ্যমেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাবে।’ তিনি বলেন, জাসদ ১৯৭২ সাল থেকেই সমাজতন্ত্রের পথে আছে। প্রতিষ্ঠার সময় থেকে আজ পর্যন্ত জাসদ শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বগুড়া জেলা জাসদের সভাপতি সাবেক সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ।

প্রতিনিধি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই তালুকদার, জাসদের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য শ্যামল কুমার রায়, জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহিল কাইয়ুম, রোকনুজ্জামান রোকন প্রমুখ।