চীনে মুসলিমদের নির্যাতনের অভিযোগ তুলে ঢাকায় প্রতিবাদ

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়
ছবি: শুভ্র কান্তি দাশ

চীনের ইউনান প্রদেশে মুসলিমদের ওপর নির্যাতন হচ্ছে অভিযোগ করে এর প্রতিবাদে ঢাকায় কর্মসূচি পালন করেছে ইসলামি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি সংগঠন। আজ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে বিক্ষোভ সমাবেশ করেছে তারা।

সমাবেশ থেকে অভিযোগ করা হয়, ইউনান প্রদেশে মুসলিমদের ওপর নির্যাতন চলছে। ১৬ হাজার মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। মুসলিমদের ওপর নির্যাতন বন্ধ করে স্বাধীনভাবে চলাচলের সুযোগ দেওয়ারও আহ্বান জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, মুসলমান ও মসজিদের ওপর আঘাত করা হলে বাংলাদেশে চীনের সব পণ্য বর্জন করা হবে। প্রয়োজনে বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবাস ঘেরাও করা হবে।

সমাবেশে আয়োজক সংগঠনের চেয়ারম্যান খায়রুল আহসান বলেন, চীন বিভিন্ন দেশকে ঋণের জালে আটকে, ঋণের ফাঁদে ফেলে সমস্যায় ফেলছে। তারা যাই করুক না কেন, মুসলিমদের ওপর আক্রমণ হলে মেনে নেওয়া হবে না।

খায়রুল আহসান আরও বলেন, ‘মুসলিমদের রক্ত ঝরলে সারা বিশ্বের মুসলিমররা আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সারা বিশ্বের মুসলিমরা পণ্য বর্জন শুরু করলে আপনাদের রাস্তায় নামতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামি মুভমেন্ট বাংলাদেশের কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন, হারিসুল হক, মোহাম্মদ খালেদ প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।