জাতীয় যুবশক্তির নেতৃত্বে তারিকুল–জাহেদুল

জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম ও সদস্যসচিব জাহেদুল ইসলামছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনের ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে তারিকুল ইসলামকে আর সদস্যসচিব মনোনীত হয়েছেন জাহেদুল ইসলাম। মুখ্য সংগঠকের পদে এসেছেন ফরহাদ সোহেল।

আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর গুলিস্তানে যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে কমিটির কিছু নেতার নাম ঘোষণা করা হয়। শীর্ষ তিন নেতার নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আর অন্যদের নাম ঘোষণা করেন যুবশক্তির সদস্যসচিবের দায়িত্ব পাওয়া জাহেদুল ইসলাম।

যুবশক্তির আহ্বায়কের দায়িত্ব পাওয়া তারিকুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। সদস্যসচিব জাহেদুল ইসলাম পেশায় চিকিৎসক। আর মুখ্য সংগঠক ফরহাদ সোহেল একজন প্রকৌশলী।

নাসীরুদ্দীন পাটওয়ারী এই তিনজনের নাম ঘোষণার পর কমিটির আরও কিছু নেতার নাম ঘোষণা করেন জাহেদুল ইসলাম৷ তিনি জানান, তাঁদের কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে তুহিন মাহমুদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব দ্যুতি অরণ্য চৌধুরী ও নাহিদা বুশরা দায়িত্ব পালন করবেন। আরও কয়েকজন পদধারী নেতার নাম উল্লেখ করে জাহেদুল বলেন, তাঁদের ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিগগিরই প্রকাশ করা হবে।