তফসিল ঘোষণার পর রাজধানীতে আওয়ামী লীগের আনন্দমিছিল

নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আনন্দ মিছিলছবি: প্রথম আলো

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার রাত আটটার পরে রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে নেতা-কর্মীদের এমন আনন্দমিছিল করতে দেখা গেছে। কোনো কোনো এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়। এ সময় নেতা-কর্মীরা নৌকা, নৌকা বলে স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

আজ সন্ধ্যা সাতটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আগামী বছরের ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

তফসিল ঘোষণার পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মিছিল করে উচ্ছ্বাস প্রকাশ করেন বিপুলসংখ্যক নেতা-কর্মী। সেখানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানাসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছিলেন।

মিছিল শেষে সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ
ছবি: তানভীর আহাম্মেদ

তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগে থেকেই ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে অবস্থান কর্মসূচিতে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের নেতা-কর্মীরা। তফসিল ঘোষণার পর, এই তফসিলকে স্বাগত জানিয়ে যুবলীগের নেতা-কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি ফার্মগেট থেকে কারওয়ান বাজার প্রদক্ষিণ করে। মিছিলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খানসহ কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এদিকে তফসিল ঘোষণা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশাল আনন্দ মিছিল বের করে কেন্দ্রীয় ছাত্রলীগ। মিছিল নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন , সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাজধানীতে জাতীয় শ্রমিক লীগের আনন্দ মিছিল
ছবি: প্রথম আলো

এ ছাড়া উত্তরায় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানের নেতৃত্বে, ঢাকা দক্ষিণ সিটির ৭০ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমানের নেতৃত্বে, মহাখালী এলাকায় সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগসহ অন্যান্য এলাকায় নেতা-কর্মীরা এমন আনন্দ মিছিল করেন।